ন্যাভিগেশন মেনু

পিএসজিকে হারিয়ে ৫১ বছর পর ফাইনালে সিটি


৫১ বছর পর আরেকটি ইউরোপিয়ান ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি। সেমিতে দুই লেগ মিলে পিএসজিকে ৪-১ গোলে হাররিয়েছে, দুই ম্যাচেই পচেত্তিনোকে টেক্কা দিয়েছেন গার্দিওলা।

মঙ্গলবার (৩ মে) ইতিহাদ স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগ তারা ১০ জনের পিএসজিকে হারিয়েছে ২-০ গোলে। জোড়া গোল করেছেন রিয়াদ মাহরেজ। তাতে দুই লেগের অগ্রগামিতায় ৪-১ গোলে জিতে ফাইনালে তারা।

এই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপে। এছাড়া ম্যাচের ৬৩ মিনিটের মাথায় এঞ্জেল ডি মারিয়ার লাল কার্ড দেখায় দশ জনের দলে পরিণত হয় পিএসজি।

আর সুযোগগুলো ঠিকঠাক নিতে পেরেছে সিটি। তাতে তুষার ঢাকা মাঠেও উত্তাপ ছড়াতে কষ্ট হয়নি রিয়াদ মাহরেজদের। শুধু তুষার নয়, বৃষ্টিও বাধা হয়ে দাঁড়ায় ম্যাচে।

তবে সব ছাপিয়ে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে পিএসজি। ম্যাচের ষষ্ঠ মিনিটের সময় পেনাল্টিও পেয়ে যায়। টিভি রিপ্লেতে দেখানো হয়, পেনাল্টি হয়নি তাতে ভিএআরে পাল্টে যায় সিদ্ধান্ত।

এরপর ১১ মিনিটের মাথায় উল্টো গোল খেয়ে বসে পিএসজি। আলজেরিয়ান মিডফিল্ডার মাহরেজের জোরালো শটে পরাস্ত হন গোলরক্ষক কেইলর নাভাস। প্রথম লেগের খেলায়ও দ্বিতীয় গোলটি করেন তিনি।

প্রথমার্ধ শেষের আগে সুযোগ পায় পিএসজি, সুযোগ পায় সিটিও। তবে গোল আর না হওয়ায় শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেও পিএসজি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। নিজেদের রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে হয় তাদের। এর মাঝে মাহরেজে দ্বিগুণ করে বসেন গোল ব্যবধান।

৬৩ মিনিটের মাথায় বাঁ দিক থেকে আসা বল কোনাকুনি শটে ব্যবধান ২-০ করেন মাহরেজ। এরপর ৬৯ মিনিটের মাথায় মেজাজ হারিয়ে সিটির অধিনায়ক ফের্নানদিনিয়োকের পায়ে পাড়া দিয়ে লাল কার্ড দেখেন ডি মারিয়া। তাতেই শেষ হয়ে যায় পিএসজির বাকি আশা। শেষ কয়েক মিনিটে গোলের দেখা পায়নি কোনো দল।

আগামী ২৯ মে ইস্তানবুলের কামাল আতাতুর্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। যেখানে প্রথমবার ফাইনাল খেলবে ম্যানসিটি। তার আগে বুধবার (৫ মে) আরেক ফাইনালিস্ট চূড়ান্ত হবে চেলসি ও রিয়াল মাদ্রিদের লড়াই শেষে।

ওআ/