ন্যাভিগেশন মেনু

পিসিবির চুক্তি প্রত্যাহার হাফিজের


বয়সের কোটা ৪০ ছুঁয়েছে, বুড়ো বয়সেও টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সেরা পারফর্মার মোহাম্মদ হাফিজ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আরো পরিণত হয়ে উঠছেন তিনি। তবে অনেক দিন থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নেই এই ডানহাতি ব্যাটসম্যান।

পিসিবির নতুন প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকার ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে পাকিস্তানের অন্যতম সেরা এই ক্রিকেটারকে। টি-টোয়েন্টি ক্রিকেটে একজন অভিজ্ঞ ও সেরা পারফর্মার হিসেবে তাকে নিম্নতম ক্যাটাগরিতে রাখায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিয়েছেন তিনি।

এদিকে সম্প্রতি টি-টোয়েন্টিতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন হাফিজ। শেষ ১২ ম্যাচে এই ফরম্যাটে সর্বাধিক রানের তালিকায় তার উপরে কেবল ডেভিড মালান। ইংলিশ ব্যাটসম্যান যেখানে করেছেন ৩৮৬ রান, সেখানে হাফিজের রান এক ইনিংস কম খেলে ৩৩১।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, মোহাম্মদ হাফিজ পুরস্কার ফিরিয়ে দিয়েছেন এবং আমি যদিও হতাশ, কিন্তু তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই। তিনি ২০২১-২২ মৌসুমের চুক্তির জন্য অপেক্ষায় থাকতে চান।

ওআ/