NAVIGATION MENU

পূজার ফাঁকে ছবি শেয়ার করলেন মিথিলা


বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জুটির অষ্টমি কাটছে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপে। এক ফাঁকে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন ভক্তদের জন্য।

সৃজিত খয়েরি রঙের পাঞ্জাবি, কালো মাস্ক এবং তার স্ত্রী মিথিলাকে দেখা গেছে গাড় এবং সাদা পাড়ের শাড়ি পরা অবস্থায়, মুখে ছিল সাদা এবং কালো রঙের মাস্ক। একই সময়ে কলকাতার অভিনেত্রী নুসরাতকেও দেখা গেছে স্বামীর সঙ্গে আরতিতে অংশ নিতে।

এর আগে সৃজিত ও মিথিলার সপ্তমি কেটেছে সাজগোজ এবং বাড়ির আড্ডায়। এদিন সাদা রঙের শাড়িতে মিথিলা অন্যদিকে সাদা রঙের পাঞ্জাবীতে দেখা যায় সৃজিতকে।

এ জুটির ষষ্ঠীও কেটেছে বাড়ির আড্ডায়। নীল রঙের শাড়িতে মিথিলা অন্যদিকে গরদের পাঞ্জাবীতে সৃজিত। মিথিলার ছবিতেই সাধারণত মুগ্ধ হয় এপার বাংলা থেকে ওপার বাংলা। তার স্নিগ্ধতায় মিশে যায় কবিতার ছন্দ। বিনা মেকআপেই সৌন্দর্যের ভিন্ন রূপ তুলে ধরার ক্ষমতা রাখেন এই অভিনেত্রী।

গত বছর ডিসেম্বরে বিয়ে করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে। তবে তাদের ভালোবাসায় ধর্মের কোন বাধা আসেনি। আর এ কারণেই স্বামীর সঙ্গে মহাষ্টমীর অঞ্জলি দিলেন অভিনেত্রী।

ওআ/