ন্যাভিগেশন মেনু

পেঁয়াজের দাম ৬০-৭০ টাকায় নেমে আসবে: বাণিজ্যমন্ত্রী


বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ' মিয়ানমার থেকে ৪৮৩ মেট্রিক টন পেঁয়াজ এসেছে।  আরও ৪০০-৫০০ টন পেঁয়াজ আজ আসবে।  ফলে কাল বা পরশুর মধ্যে পেঁয়াজের দাম ৬০-৭০ টাকায় চলে আসবে।

আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি ।

কৃত্রিমভাবে দাম বাড়ানোর সাথে যুক্ত সুযোগসন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ' শিগগিরই সবার সঙ্গে বসবো। টিসিবির ট্রাক সেলেও পেঁয়াজের পরিমাণ বাড়ানো হবে।

টিসিবির বিক্রি বাড়ানো হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে টিসিবির সঙ্গে কথা বলা হবে। দেশে উৎপাদিত হলেও ৭-৮ লাখ মেট্রিক টন ঘাটতি থাকে। ভারতে এখন দাম ৯০ রুপির মতো। ভাগ্য ভালো যে মিয়ানমার থেকে কম দামে পাচ্ছি।’

তিনি আরও বলেন, আমাদের পেঁয়াজের উৎপাদন বাড়াতে হবে, যেন আমরা এতে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। আর এটাই একমাত্র স্থায়ী সমাধান। সব ভোক্তা যদি একসঙ্গে কিছুদিন পেঁয়াজ না কেনে তাহলে এর একটা প্রভাব বাজারে পড়ে।'

তিনি বলেন, ‘সবসময় বিদেশি পেঁয়াজের চেয়ে দেশি পেঁয়াজের দাম বেশি থাকে, ৫-৭ টাকা বেশি থাকে। আমাদের পেঁয়াজের দাম বাড়ানোর কথা নয়, সেটা তো দেশেই থাকে। সব বিবেচনা করে একটি পয়েন্টে আসতে চাই যাতে এই দামে সবাই নিতে পারে।’

উল্লেখ্য, ভারত রফতানি বন্ধ ঘোষণার পর থেকে বাংলাদেশের বাজারে গত কয়েকদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দেশের খুচরা বাজারে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। এ পরিপ্রেক্ষিতে আবারও আশ্বাসের বাণী শোনাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাজারে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।


আপডেট নিউজ পেতে ভিজিট করুন - Ajker Bangladeshpost

ওয়াই এ / এস এস