ন্যাভিগেশন মেনু

পেনিনসুলা প্রিমিয়ার ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন পেনিনসুলা ওয়ারিয়র্স


চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং এর আন্তবিভাগীয় ইস্পাহানি টি প্রিমিয়ার ক্রিকেট লীগে (পিপিএল) পেনিনসুলা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছে। 

রবিবার (২১ জানুয়ারী) বিকেলে চট্টগ্রামের কোয়ালিটি ক্রিকেট একাডেমি মাঠে অনুষ্ঠিত তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় পেনিনসুলা চার্জার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পেনিনসুলা ওয়ারিয়র্স।  

দিনব্যাপী অনুষ্ঠিতম জমজমাট ও উত্তেজনাপূর্ণ এই ক্রিকেট টুর্নামেন্ট চারটি আন্তঃ বিভাগীয় টিম অংশগ্রহন করে। টিমগুলো হলো পেনিনসুলা গ্ল্যাডিয়েটরস, পেনিনসুলা লায়ন্স, পেনিনসুলা ওয়ারিয়র্স এবং পেনিনসুলা চার্জার্স। দিন শেষে ফাইনাল ম্যাচে অংশ নেয় পেনিনসুলা চার্জার্স ও পেনিনসুলা ওয়ারিয়র্স। উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে ফলাফল নির্ধারিত হয়। 
ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন দ্য পেনিনসুলা চিটাগং-এর জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন এবং টুর্ণামেন্টের টাইটেল স্পন্সর ইস্পাহানি টি লিমিটেড-এর উইং ম্যানেজার (চট্টগ্রাম) নুর নবী এবং সহকারী ম্যানেজার (টি মার্কেটিং) শাহিনুর আকতার। 

এসময় পেনিনসুলার সকল বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পেনিনসুলার জমজমাট ও উত্তেজনাপূর্ণ এই টুর্ণামেন্টটি অসংখ্য দর্শক উপভোগ করেন।
উল্লেখ্য, প্রতিবছর পেনিনসুলা চিটাগাং আন্তবিভাগীয় প্রিমিয়ার ক্রিকেট লিগ (পিপিএল) আয়োজন করে আসছে।