ন্যাভিগেশন মেনু

জাতীয় নৃত্য প্রতিযোগিতায় চুড়ান্ত পর্বে বিজয়ী সাফা ও সারা


শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে করোনাকালীন অনলাইনভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার জীবননগরের মেয়ে সাউদিয়া রহমান সাফা ও সারা রহমান জাতীয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে।

রবিবার (১৩ ডিসেম্বর) শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল রহমান হেলো সরকার ও সাধারণ সম্পাদক লায়ন মুজিবর রহমান হাওলাদার আনুষ্ঠানিকভাবে চুড়ান্ত বিজয়ীদের মাঝে ফলাফল ঘোষণা করেন।

সাউদিয়া রহমান সাফা ও সারা রহমান আপন দু’বোন ও জীবননগরের সাংবাদিক কাজী সামসুর রহমান চঞ্চলের মেয়ে।

জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাউদিয়া রহমান সাফা লোকনৃত্য 'খ' গ্রুপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। ইতোপূর্বে সাফা জাতীয় নৃত্য প্রতিযোগিতায় সাধারণ নৃত্য, লোকনৃত্য ও ভরতনাট্যম জাতীয় পর্যায়ে একাধিকবার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

এ ছাড়াও দেশ বিদেশে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের সুনাম বয়ে এনেছে।

জীবননগরের দৌলৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সারা রহমান 'ক' গ্রুপে সাধারণ নৃত্য জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসকে/এস এ/এডিবি