ন্যাভিগেশন মেনু

প্রিমিয়ার লিগ: সংক্রমন ঠেকাতে থাকছে বেশ কিছু নিষেধাজ্ঞা


করোনা মহামারির আতঙ্কে পুরো বিশ্ব। এ আতঙ্ক থেকে বাদ পরেনি ক্রীড়াঙ্গনও। ইতোমধ্যে করোনা আতঙ্কে ভারত, অস্ট্রেলিয়া বন্ধ করে দিয়েছে ঘরোয়া ক্রিকেট লিগ। ঠিক সে মুহূর্তে বাংলাদেশ অনেকটাই ব্যতিক্রম।

রবিবার (১৫ মার্চ) সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি পরিচালক জালাল ইউনুস।

আজ থেকে মাঠে গড়াচ্ছে দেশের একমাত্র লিস্ট ‘এ’ টুর্নামেন্ট বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ। মিরপুর ছাড়াও ফতুল্লা ও বিকেএসপিতে প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ চলছে। তবে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে খেলোয়ারদের।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আবাহনী ও পারটেক্সের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে মেলায়নি হাত। এছাড়া দুই দলের ড্রেসিং রুমেই হাত পরিষ্কারের ব্যবস্থা রাখা হয়েছে। নিষেধাজ্ঞা রয়েছে ক্রিকেটারদের মাঠে করমর্দন, কোলাকুলি করতেও রয়েছে বারণ। বল লালা দিয়ে উজ্জ্বল করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

তবে নিষেধাজ্ঞা থাকলেও মাঠে অবশ্য ক্রিকেটারদের বিরত থাকতে দেখা যায়নি এসব থেকে। বিপক্ষের উইকেট পতনের সাথে সাথে উল্লাসে মেতে উঠছেন স্বদলের খেলোয়াররা।

এমআইআর/এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন।