ন্যাভিগেশন মেনু

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ভ্যামকোর আঘাতে নিহত ৪২, নিখোঁজ ২০


ফিলিপাইনে ঘূর্ণিঝড় ভ্যামকোতে ৪২ জন নিহত হয়েছেন, এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যামকো আঘাত হানে। এতে অনেক অঞ্চল ডুবে গেছে। খবর, বিবিসি, দ্য গার্ডিয়ান।

এক সপ্তাহ খানেক আগে আঘাত হানা ঘূর্ণিঝড় গনির রেশ কাটতে না কাটতেই ভ্যামকোর তাণ্ডবে লন্ডভন্ড দেশটির অনেক অঞ্চল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ম্যানিলার পূর্বদিকের মারিকিনা শহর। 

বুধবার রাতে দ্বীপ এলাকা লুজনে আঘাত হানার পর ঘুণিঝড়ের প্রভাবে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা।

ঝুঁকিপূণ এলাকা ছেড়ে অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। উদ্ধারকাজে চালিয়ে যাচ্ছে পুলিশ ও অন্যান্য জরুরি বিভাগের কর্মীরা।

তবে বার্তা সংস্থা এএফপি জানায়, পুলিশ ও অন্যান্য জরুরি বিভাগের কর্মকর্তারা বলেছেন, সরিয়ে নেওয়ার আদেশকে অনেকে উপেক্ষা করেছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির মধ্যে একটি ছিল মেরিকিনা শহর, যা ম্যানিলার পূর্ব দিকে অবস্থিত।

মেরিকিনা সিটির মেয়র মার্সেলিনো টিওডোরো বলেছেন, 'বন্যার উচ্চতা একটি বাড়ির প্রথম তলাকে ছাড়িয়ে গেছে। আমরা এতো মাস বা বছর ধরে এই ধরণের বন্যার অভিজ্ঞতা পাইনি। এ কারণেই সবাই অবাক হয়েছিল।'

এডিবি/