NAVIGATION MENU

ফের নাটকীয় মোড়, সুশান্ত খুন হয়েছেন


সুশান্ত সিং রাজপুতের (Sushant singh rajput) মৃত্যুর তদন্তে ফের নাটকীয় মোড়। এবার এক বেসরকারি সংবাদ সংস্থার দাবি, তাদের কাছে AIIMS-এর ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্তর (Dr. Sudhir Gupta) অডিও রেকর্ড রয়েছে। যাতে তিনি নাকি সুশান্তের মৃত্যুর ঘটনাকে ‘খুন’ হিসেবে উল্লেখ করেছেন।

২৯ জুন সিবিআইকে সুশান্তের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিল AIIMS। তারপরই সুধীর গুপ্তা জানিয়েছিলেন, সুশান্তের মৃত্যু ঝুলন্ত অবস্থার শ্বাসরোধ হওয়ার কারণেই হয়েছে এবং তা আত্মহত্যা।

সংবাদমাধ্যমের দাবি, ২২ আগস্ট সুধীর গুপ্তর এই অডিও রেকর্ড হয়েছিল। যাতে তিনি নাকি জানিয়েছিলেন, সুশান্তকে যে খুন করা হয়েছে সেবিষয়ে তিনি ২০০ শতাংশ নিশ্চিত। সুশান্তের ময়নাতদন্তে তাড়াহুড়ো করা হয়েছিল বলেও জানান তিনি।

ভিসেরা নমুনা ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি বলেও অভিযোগ করেন। এর আগেই জানা গিয়েছিল, সুশান্তের ভিসেরা নমুনার মাত্র ২০ শতাংশই AIIMS-এর ফরেনসিক বিভাগ হাতে পেয়েছে।

এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে নতুন ফরেনসিক টিম দিয়ে ভিসেরা নমুনা পরীক্ষা করার আবেদন জানিয়েছেন সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং (Vikas Singh)।

সুশান্ত মামলায় এবার সিবিআই তদন্তের উপরই ভরসা রাখছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি এবং প্রাক্তর প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডে। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন দু’জন।

এদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত এখনও চলছে। সমস্ত দিক খুব ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এস এস