ন্যাভিগেশন মেনু

ফেসবুকের কাছে ১৯৫টি একাউন্টের তথ্য চেয়েছে সরকার


বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী ১৯৫টি একাউন্টের তথ্য চেয়ে  ‘ফেসবুক’ কর্তৃপক্ষের নিকট অনুরোধ পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

গত বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে মোট ১৪৯টি অনুরোধের মাধ্যমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে  ১৯৫টি ফেসবুক অ্যাকাউন্ট বা ব্যবহারকারীর তথ্য চাওয়া হয়েছিল।

ফেসবুক নিয়মিত ট্রান্সপারেন্সি রিপোর্ট প্রকাশ করে তাতে বিভিন্ন দেশের সরকারের চাওয়া তথ্য চিত্র তুলে ধরা হয়।

বাংলাদেশ সরকার আইনি প্রক্রিয়ায় ১৯টি অ্যাকাউন্টের তথ্য চেয়েছিলেন। আর ১৩০টি অনুরোধ জরুরি ভিত্তিতে করেছিলেন। এক্ষেত্রে ফেসবুক ৪৪ শতাংশ তথ্য সরবরাহ করেছে।

ফেসবুক কর্তৃপক্ষ তাদের এই প্রতিবেদনে শুধু মাত্র কোন দেশের সরকার কী ধরণের তথ্য চেয়েছে সেই সংখ্যা প্রকাশ করেছে।কিন্তু যেসব অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে এবং  যেসব অ্যাকাউন্টের তথ্য দেওয়া হয়েছে সে সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেনি।

এস এ /এসএস