ন্যাভিগেশন মেনু

ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন তিশা


ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিদ্বেষী মন্তব্যের জেরে বাংলাদেশে প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এরই মধ্যে মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন।

এদিকে রাসুল হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যাঙ্গ, বিদ্রুপ ও সন ধরনের অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানালেন জনিপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশা।

রবিবার (১ নভেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিশা লিখেছেন, আমরা যারা মুসলিম ঘরের সন্তান, মুসলমান আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসুল হযরত মুহাম্মদ (সা.)। 

আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তার সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুন্ন করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম (সা.) কে নিয়ে ব্যাঙ্গ, বিদ্রুপ এবং সকল প্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই।

ওআ/