ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধু ম্যারাথনে ২০০ অ্যাথলেট দৌড়াবেন


বিশ্বের ১১টি দেশের ২০০ অ্যাথলেটের অংশগ্রহণে রবিবার ভোরে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বয়ে এ ম্যারাথন অনুষ্ঠিত হবে। এতে সহযোগিতা করবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ উপলক্ষে শুক্রবার বিকালে ঢাকার খিলক্ষেতে  রিজেন্সি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

সংবাদ সম্মেলনে পুরো আয়োজনের বিস্তারিত তুলে ধরেন সেনা সদরের আইটি পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আমিনুল হক। ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন এবং ডিজিটাল ম্যারাথন- এই তিন ক্যাটাগরিতে ম্যারাথন পরিচালনা করা হবে। 

৪২.১৯৫ কিলোমিটারের ফুল ম্যারাথন এবং ২১.০৯৭ কিলোমিটারের হাফ ম্যারাথন- উভয়টিতেই ১০০ জন করে দেশি-বিদেশি দৌড়বিদ অংশগ্রহণ করবেন। আর ডিজিটাল ম্যারাথন ৫ কিলোমিটার ও ১০ কিলোমিটারের হবে। ডিজিটাল ম্যারাথনের শ্লোগান হবে ‘মুজিববর্ষে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ম্যারাথন’। 

ডিজিটাল ম্যারাথনে দৌড়বিদরা ১০ জানুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে সুবিধাজনক স্থানে দৌড় সম্পন্ন করবেন। ফুল ম্যারাথন টেলিভিশন দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করা হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ম্যারাথনে ভারত, ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন ও মরক্কো থেকে রানার এবং মালদ্বীপ, নেপাল, লেসেফো, স্পেন থেকে সাফ রানারসহ মোট ৩৭ জন দৌড়বিদ অংশ নেবেন।

তাদের সঙ্গে বাংলাদেশের সাধারণ দৌড়বিদদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও আনসারের সদস্যরাও অংশ নেবেন।তাদের সঙ্গে বাংলাদেশের সাধারণ দৌড়বিদদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও আনসারের সদস্যরা এতে অংশ নেবেন। 

এই ম্যারাথনে অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিসটেন্স রেসেস (এইমস) এবং আন্তর্জাতিক অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের (এএএ) অনুমোদন পাওয়া গেছে। 

এস এস