ন্যাভিগেশন মেনু

বরিশালে জাতীয় ভোটার দিবস উদযাপিত


‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ শীর্ষক প্রতিপাদ্যে বরিশালে নির্বাচন কমিশন কর্তৃক ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

শনিবার (২ মার্চ, ২০২৪) নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে নানা আয়োজনের পাশাপাশি মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে ইসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রনালয়।

বিশষ অতিথি ছিলেন জনাব আবুল খায়ের আব্দুল্লাহ, মাননীয় মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন, জনাব শহিদুল ইসলাম, জেলা প্রশাসক, বরিশাল, জনাব মো: আলাউদ্দীন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশাল।

জনাব মো: শওকত আলীর সভাপতিত্বে  ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), বরিশাল। আয়োজনে ছিলেন আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, বরিশাল।

এখানে নতুন ভোটার এর আবেদন, ভোটার তথ্য সংশোধন ও স্মার্ট কার্ড বিতরন করা হয়।