ন্যাভিগেশন মেনু

বরিশালে সরগরম ইলিশের বাজার


বরিশাল থেকে সংবাদদাতা  বরিশাল নগরের পোর্টরোডস্থ একমাত্র বৃহত্তর একটি মৎস অবতরণ কেন্দ্র। ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই বরিশাল নগরের এই কেন্দ্রটি (বেসরকারি) ইলিশে সরগরম হয়ে উঠেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে ইলিশে জমজমাট হয়ে গেছে বরিশাল নগরের পোর্টরোডস্থ এ অবতরণ কেন্দ্র বা পাইকারি বাজারটি।

এর আগে ভোর থেকে বরিশালের বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ব্যবসায়ী ও জেলেরা পাইকারি বাজারটিতে ইলিশ নিয়ে আসতে শুরু করে।

ফলে বেলা বাড়ার সাথে সাথে ব্যবসায়ীদের হাঁকডাক, শ্রমিকদের কর্মব্যবস্থায় মুখরিত হয়ে ওঠে পাইকারি এ বাজারটি।  আর একসঙ্গে প্রচুর মাছের দেখা পেয়ে খুশি জেলে থেকে শুরু করে ব্যবসায়ী ও শ্রমিকরা।

পাইকার ব্যবসায়ীরা জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে ঘিরে নদী ও সাগরে টানা ২২ দিন  ইলিশ ধরা নিষেধ ছিলো।

এই নিষেধাজ্ঞা শেষে ৩০ অক্টোবর রাত ১২টার থেকেই জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে নদী ও সাগরে নেমে পড়েন।  যদিও এখনো সাগরের মাছ অবতরণ কেন্দ্রগুলোতে তেমন আসেনি, তবে নদীর ইলিশেই সকাল থেকে বাজার ছেঁয়ে গেছে।

তবে মাছ ব্যবসায়ীরা বলছে, সাগর থেকে মাছ আসতে কয়েকদিন সময় লাগবে। সেক্ষেত্রে নদী থেকে প্রচুর ইলিশ ধরা পড়তে থাকলে এবং সাগরের মাছও আসতে শুরু করলে বাজারগুলো পুরো ইলিশে আরও সয়লাব হয়ে যাবে। ফলে ইলিশের দামও কমে যাবে।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নগরের পোর্টরোডস্থ একমাত্র বৃহৎ মৎস অবতরণ কেন্দ্রটিতে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে পাইকারি এ বাজারটিতে ইলিশের চাপও বাড়তে থাকে। বিভিন্ন স্থান থেকে নৌকা ও ট্রলার করে ইলিশ নিয়ে আসতে দেখা গেছে ব্যবসায়ী ও জেলেদের। 

সকাল থেকেই ইলিশের আমদানি বাড়তে থাকায় শ্রমিকদের কাজের চাপও টানা ২২ দিনের নিষেধাজ্ঞার পর বেড়ে গেছে। বরফকল, বরফভাঙা, মাছ প্যাকিংসহ সর্বোত্র তারা কর্মব্যস্ত সময় পার করছে।

এদিকে বাজারে এখন পর্যন্ত যে ইলিশ এসেছে, তাতে পুরাতন বা আগে ধরে রেখে সংরক্ষণ করা মাছ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এখন পর্যন্ত এ বাজারে আশা প্রতিটি ইলিশের আকার দেশে খুশি তারা।

সিবি / এস এস  

আজকের বাংলাদেশপোস্টের বিনোদন সংবাদ পেতে এখানে ক্লিক করুন