ন্যাভিগেশন মেনু

বলিউড অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে মামলা


বিতর্কিত কৃষি বিলের বিরোধিতা করায় বলিউডের ‘কুইন’ খ্যাত কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।

কর্নাটকের টুমকুরু জেলায় কঙ্গনার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে ভারতের গণমাধ্যমগুলোতে উল্লেখ করা হয়েছে।

জানা যাচ্ছে, ভারতীয় দণ্ডবিধির ১০৮, ১৫৩ এ ও ৫০৪ ধারায় এ অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর কঙ্গনার টুইটে আঘাত পেয়েছেন বলে অভিযোগ জানিয়েছিলেন আইনজীবী এল রমেশ নায়েক। তার অভিযোগের ওপর ভিত্তি করে পুলিশকে এফআইআর (প্রাথমিক প্রতিবেদন) দায়ের করতে গত ৯ অক্টোবর নির্দেশ দেন তুমাকুরুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট।

কঙ্গনার করা টুইটে তিনি সম্প্রতি ভারতে পাস হওয়া ‘খামার বিল’ এর বিরুদ্ধে প্রতিবাদী কৃষকদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছিলেন।

শুধু তাই নয়, খামার বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদীর একটি টুইটের প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা গত ২১ সেপ্টেম্বর এক টুইটে লেখেন, ‘প্রধানমন্ত্রী, যদি কেউ ঘুমিয়ে থাকেন তবে তাকে ঘুম থেকে জাগানো যায়। যদি কেউ বুঝতে না পারে তবে তাকে ব্যাখা-বিশ্লেষণ দিয়ে বোঝানো যায়। তবে কেউ যদি ঘুমের অভিনয় করে শুয়ে থাকে কিংবা না বোঝার অভিনয় করে তখন আপনি তাকে কীভাবে বোঝাবেন? এরা আসলে সকলেই জঙ্গি সন্ত্রাসীর মতো। সিএএ-এর কারণে এদের কাউকেই নাগরিকত্ব হারাতে হয়নি। তবে তারা এখানে এসেছে রক্তপাত করার লক্ষ্যে।’

মূলত তার এই টুইটের পরেই কৃষক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই বেশ ক্ষুব্ধ হয়ে পড়েন। যদিও ঘটনাটির পর কঙ্গনা দাবি করেন যে, টুইটটি তার নিজের না এবং তিনি কখনই কৃষকদের জঙ্গি বলেননি। কিন্তু তারপরেও গত মঙ্গলবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ওআ/