বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
বিএনপি সমর্থিত হলেও এই সাবেক চেয়ারম্যান দলের বাইরে নাগরিক কমিটি থেকে প্রার্থী হবেন বলে জানা গেছে। তিনি পুকুরিয়া মোনায়েম শাহ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য এবং অসংখ্য স্কুল মসজিদ মাদরাসার সভাপতি, দাতা ও উদ্যোক্তা।
চেয়ারম্যান শাহজাহান চৌধুরী বলেন, বিগত দিনে ক্ষমতার জোরে আমার উপর এবং বাঁশখালীবাসীর উপর অনেক জুলুম অত্যাচার চালানো হয়েছিল। বাঁশখালীর রাস্তা ঘাটের যে অবস্থা তাতে এখানে মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধি ছিল কিনা বুঝাই যাচ্ছেনা। আমাকে কাথরিয়াবাসী বিপুল ভোটে নির্বাচিত করার পরও টাকা নিয়ে আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। আমি কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে নিজ অর্থায়নে ৫টি ভবন করার পরও একটি ডিও লেটার দিয়ে আমার সভাপতি পদ কেড়ে নেয়া হয়েছিল। এই জুলুমের বিরুদ্ধে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি আপনাদের সহযোগীতা ও সমর্থন চাই।
শাহজাহান চৌধুরী বলেন, সংসদ সদস্য পদে এবার আপনারা একজন সৎ মানুষ নির্বাচিত করেছেন। উপজেলা পরিষদেও যদি আমাকে নির্বাচিত করেন তাহলে দুইজন মিলে বাঁশখালীর চেহেরা পাল্টে দেব। কারণ আমাদের টিআর কাবিখা থেকে টাকা খেতে হবেনা, চুরি করতে হবে না। কারণ আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। বাঁশখালীর উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কাজ করে যাব। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আপাতত মাঠ চষে বেড়াচ্ছেন এই ৩ প্রার্থী। তারা এখন থেকেই চালাচ্ছেন কৌশলী নির্বাচনী প্রচারণা। যাচ্ছেন সভা সমাবেশ ও নানা সামাজিক আয়োজনে। শুভেচ্ছা বিনিময় করছেন মানুষের সাথে।