ন্যাভিগেশন মেনু

বাংলাদেশকে ২৬১ লক্ষ্য দিল আইরিশরা


৫ ম্যাচের ওয়ানডে সিরিজের ৩য় ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দলকে ২৬১ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড উলভস। নির্দিষ্ট ৫০ ওভার শেষে সফরকারীদের ইনিংস থেমেছে ৭ উইকেট হারিয়ে ২৬০ রানে। প্রথম ম্যাচ পরিত্যক্ত হবার পর ২য় ম্যাচে জিতে সিরিজে ইতোমধ্যে ১-০ তে এগিয়ে আছে সাইফ হাসানের দল।

আয়ারল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন  লরকান টুকার। ৫২ বলে খেলেছেন ৮২ রানের মারকাটারারি ইনিংস। ৮২ রানের এই ইনিংসটি সাজানো ছিল ৯ চার আর দুই ছক্কায়। বাংলাদেশের হয়ে ইকোনমিক্যাল বোলিং করেছেন রাকিবুল হাসান। ১০ ওভারে দিয়েছেন মাত্র ২৮ রান। তবে পাননি কোন উইকেট। মুকিদুল ইসলাম নিয়েছেন ৩ টি উইকেট।

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক সবুজ উইকেটে শুরুর দিকে বোলাররা যে সুবিধাটা পায় তা আদায় করতে ব্যর্থ হয়েছে মুকিদুল-খালিদরা। মোটামুটি শুরু এনে দিয়ে রান আউট হয়ে ফিরে যান গত ম্যাচে ৯০ করা রুহান প্রিটোরিয়াস। তবে বড় ইনিংস খেলার ইংগিত দিচ্ছেলেন আরেক ওপেনার জেমস ম্যাককলাম। ৪০ রানের পর আঘাত প্রাপ্ত হয়ে আর ব্যাট করতে পারেননি।

আইরিশদের মিডিল অর্ডারের ৪ জনই রান পেয়ছেন। লাওলরের ২১ ,হ্যারি ট্যকটরের ৩৬ আর টাকারের ঝড়ো ব্যাটিংয়ে আইরিশরা পেয়েছে বড় রানের পুজি।

এদিন উইকেট শিকার করতে ঘাম ঝরেছে স্বাগতিক বোলারদের। ৭৬ রান্ খরচায় খালেদ পাননি কোনও উইকেট। সুমন-মুকিদুলরাও ছিলেন খরুচে। মুকিদুলের ৩ টি ছাড়াও সুমন খান আর তৌহিদ হৃদয় নিয়েছেন ১ টি করে উইকেট।

আয়ারল্যান্ড উলভস একাদশ:

জেমস ম্যাককলাম, রুহান প্রিটোরিয়াস, জেরেমি ললোর, হ্যারি টেকটর (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, লরক্যান টাকার, শেন গেটকাটে, গ্যারেথ ডেলানি, গ্রাহাম হুমে, জনাথান গার্থ, পিটার চেজ।

বাংলাদেশ ইমার্জিং একাদশ

সাইফ হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, আকবর আলী, রাকিবুল হাসান, মুকিদুল ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান। (লাইভ)

ওআ/