ন্যাভিগেশন মেনু

বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজদের ১৫৪ রানের লিড


ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে দ্রুত অলআউট করাটাই ঢাকা টেস্টে এখন লক্ষ্য টাইগারদের। বাংলাদেশের বিপক্ষে ১৫৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ক্যারিবিয়ানরা।

অবশ্য নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা খুব একটা ভালো করতে পারেনি সফরকারী দলটা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ৪১ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেটে। নাইম হাসান, মেহেদী হোসেন মিরাজ ও তাইজুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে দ্বিতীয় দিনের ৪ উইকেটে ১০৫ রান নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ১৪২ রানে সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন। দলীয় ১৫৫ রানে ব্যক্তিগত ৫৪ রান তুলে মুশফিক আউট হলে ফলো-অনের শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু লিটন ও মিরাজের হাফসেঞ্চুরিতে অলো-অন এড়ায় টাইগাররা।

লিটন ৭১ ও মিরাজ ৫৭ রান করে আউট হলে আর ভালো সংগ্রহ গড়তে পারেননি বাকি ব্যাটসম্যানরা। ২৯৬ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর: 

ওয়েস্ট ইন্ডিজ: 

৪০৯ ও ৪১/৩

বাংলাদেশ:  ২৯৬

ওয়েস্ট ইন্ডিজ:  ১৫৪

ওআ/