ন্যাভিগেশন মেনু

বাংলাদেশ-শ্রীলঙ্কা সফরের চূড়ান্ত সূচির অপেক্ষায় বিসিবি


শ্রীলঙ্কায় করোনা মহামারি কমে আসায় জুলাই-আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনে একমত পোষণ করেছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে সিরিজটি। তিন টেস্টের সঙ্গে যোগ হতে পারে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও। এ নিয়ে যদিও কোনও সুনির্দিষ্ট কিছু বলেনি দুই দেশের ক্রিকেট বোর্ড।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিন ম্যাচের টেস্ট এর সঙ্গে তিনটা টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব এসেছে যেটা আমাদের ইন্টার্নালি আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। তারিখ চূড়ান্ত করিনি, কোন কোন ফরম্যাটে খেলা হবে সেটা চূড়ান্ত হবার পরই ডেটগুলা জানাবো।’

প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে তিনটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে স্থগিত হয়ে যায় সেই সিরিজ।

এমআইআর/এডিবি