ন্যাভিগেশন মেনু

বাড্ডা থেকে কিডনি পাচারচক্রের সদস্য গ্রেপ্তার


রাজধানীর বাড্ডা থেকে কিডনি পাচারচক্রের সদস্য রায়হানকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার আলিফ সাংবাদিকদের জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি অপহরণের মামলার তদন্ত করতে গিয়ে তারা এ চক্রের সন্ধান পান।

গ্রেপ্তারের পর আদালতে কিডনি পাচারের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি জবানবন্দি দেয় বলে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাইবান্ধার পুলিশ সুপার এ আর এম আলিফ।

তিনি বলেন, ২০১৮ সালের ২২ নভেম্বর চাকরি দেওয়ার কথা বলে গোবিন্দগঞ্জের আব্দুল ওহাবকে ডেকে নেয় পূর্ব পরিচিত রাকিবুল। এরপর ওহাবের আর কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ওহাবের বাবা মজিদ সরকার বাদী হয়ে ২০১৮ সালের ২ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। একই বছরের ২২ নভেম্বর রাকিবুল গাজীপুরে পুলিশের হাতে ধরা পড়লে ওহাবকে কিডনি পাচারচক্রের হাতে তুলে দেয়ার তথ্য দেয়। পরের বছর পিবিআই মামলার তদন্তভার নেওয়ার পর কিডনি পাচারচক্রের সদস্য রায়হানের সম্পৃক্ততা পেলে শুক্রবার ঢাকার বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে রবিবার গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।

ওহাবকে ডেকে নেওয়ার পর রাকিবুল তাকে রায়হানের কাছে হস্তান্তর করে। রায়হান সান এন্টারপ্রাইজের মালিক কবিরের সহযোগিতায় ঢাকায় বিভিন্ন হাসপাতালে ওহাবের পরীক্ষা নিরীক্ষার পর তাকে ভারতে পাঠায়। সেখানে দীর্ঘদিন আটকে রাখার পর একটি হাসপাতালে অপারেশনের মাধ্যমে ওহাবের কিডনি বের করে নেওয়া হয়।

পিবিআইয়ের পুলিশ সুপার আলিফ জানান, বাকী আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।

সিবি/এডিবি