ন্যাভিগেশন মেনু

বাতাস থেকে অক্সিজেন উৎপাদন করবে তারিফের ‘অক্সিজেন জেনারেটর’


পাবনার ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র এসএসসি পরীক্ষার্থী তাহের মাহমুদ তারিফ নতুন প্রযুক্তির ‘অক্সিজেন জেনারেটর’ উদ্ভাবন করেছেন। এই যন্ত্রে মাধ্যমে স্বল্প খরচে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের অক্সিজেন চাহিদা পূরণ করা যাবে।

এই যন্ত্রের মাধ্যমে বাতাস থেকে অক্সিজেন তৈরি করে তা সিলিন্ডারে সংরক্ষণ করে রাখা যাবে। এই যন্ত্রের নাম রাখা হয়েছে ‘অক্সিজেন জেনারেটর’।

ঈশ্বরদীর ইউএনও কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও সার্বিক সহযোগিতায় স্থানীয় প্রযুক্তিতে অক্সিজেন জেনারেটরটি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই মাস।

মঙ্গলবার (৮ জুন) বেলা ১১টায় ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে সাংবাদিকদের এ সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন তাহের মাহমুদ। এ সময় তার দুই সহযোগী মুনতাসির শ্রাবণ, নিহাদ হাসান সঙ্গে ছিলেন।

শিক্ষকদের মধ্যে রঞ্জন কুমার কুন্ডু, মকলেছুর রহমান, গোলাম মওলা, শহিদুল ইসলাম শাহিন, ফারজানা ইয়াসমিন, মতিউর রহমান উপস্থিত ছিলেন।

সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম বলেন, এক বছর আগে অক্সিজেনের অভাবে তারিফের বাবা আব্দুস সালাম মারা যান। এরপর থেকে অক্সিজেন তৈরির চিন্তা মাথায় আসে তার। ষষ্ঠ শ্রেণি থেকে সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজে সে অধ্যায়নরত। তার লেখাপড়ায় একাগ্রতা, জ্ঞানভিত্তিক আলোচনা, চিন্তা-চেতনায় উদ্ভাবনী চিন্তার প্রতিফলন দেখা যায়। তখন থেকেই সে একজন মেধাবী ছাত্র। তার বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন যৌক্তিক মনে করে তাহের মাহমুদকে শিক্ষকদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। যার ফলে সে আজ সফলতার দ্বারপ্রান্তে। তিনি তার সার্বিক সফলতা ও সরকারের সহযোগিতা কামনা করেন।

তাহের মাহমুদ তারিফ বলেন, নিজস্ব চিন্তা থেকে এবং স্থানীয় প্রযুক্তি জেনারেটর, ইলেকট্রিক যন্ত্রাংশের সংযোজনে এটি তৈরি করা হয়েছে। বাতাস থেকে ‘অক্সিজেন জেনারেটরে’ অক্সিজেন তৈরি করা যাবে। ২৫ লিটার পর্যন্ত এতে অক্সিজেন সংরক্ষণ করা যাবে। সাত ঘন্টা পর্যন্ত এক নাগারে একজন মানুষের শরীরে অক্সিজেন প্রয়োগ করা যাবে এই জেনারেটরের মাধ্যমে। ৫-১০ মিনিট বিরতির পর আবার ৭ ঘন্টা অক্সিজেন জেনারেটর চালিয়ে অক্সিজেন প্রয়োগ করা যাবে।

তিনি বলেন, অক্সিজেন জেনারেটর তৈরিতে ব্যয় হয়েছে ৬৫ হাজার টাকা। আমার উদ্ভাবন অক্সিজেন জেনারেটর যাতে কার্যকরী হয় সেজন্য সরকারি সংস্থার গবেষণাগারে পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও পিএম ইমরুল কায়েস মহোদয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন তাহের মাহমুদ।

ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েস বলেন, সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের মেধাবী ছাত্র তাহের মাহমুদ তারিফের বাতাস থেকে অক্সিজেন উদ্ভাবন বিষয়ে যে গবেষণা এবং ফলাফল খুবই আশাবাঞ্জ্যক।

কোভিড -১৯ মহামারির সময়ে ছাত্ররা যেখানে ঘরবন্দি সেক্ষেত্রে তারিফ সম্পূর্ণ ভিন্ন চিন্তাধারায় থেকে অসাধারণ সফলতা দেখিয়েছে যা আমাদের আশা জাগিয়েছে।

তিনি বলেন, তারিফের এই উদ্ভাবন যাতে সফলতা পায় সেজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ও সরকারি গবেষণা প্রতিষ্ঠানে ‘অক্সিজেন জেনারেটর’ কার্যকর কি-না তা পরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি তাহেরের উজ্জল ভবিষ্যত কামনা করেন এবং সার্বিক সহযোগিতার কথা জানান।

জেএইচ/সিবি/এডিবি/