ন্যাভিগেশন মেনু

বিশ্বকাপে পরিকল্পনা অনুযায়ী খেললে ফল ভালো আসবে: তাসকিন


অনলাইন ডেস্ক: এবারের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। মরুর দেশে কন্ডিশনে নিজের মানিয়ে নেওয়ার বিষয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমকে তাসিকন বলেন, ‘‌‌ওমানে কখনো খেলতে যাইনি। দুবাইয়ের মাঠেও তেমন একটা খেলার অভিজ্ঞতা নেই। তাই নতুন কন্ডিশনে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবো। চ্যালেঞ্জিং হবে বেশ। তবে সকলে পরিকল্পনা অনুযায়ী খেললে ভালো ফল আসবে আশা রাখি।’

গত দুই বিশ্বকাপের বিষয়ে পেসার বলেন, ‘অতীত স্মৃতি নিয়ে পড়ে থাকতে চাই না। বর্তমানে নজর দিতে চাই। সামনে দিকে এগোতে চাই। সুস্থ থেকে বিশ্বকাপে যেন ভালো করতে পারি, এটাই এখন লক্ষ্য।‌’

বিশ্বকাপে স্কোয়ার্ডে সুযোগ পাওয়ার বিষয়ে তাসকিন জানান, ‘'আমি অনেক খুশি। আসন্ন বিশ্বকাপের দলে সুযোগ পাওয়াটা আমার জন্য গর্বের বিষয়। কোচদের সঙ্গে ভালো বোঝাপড়া আছে। আমি মনে করি ভালো কিছুই করবো আমরা। প্রস্তুতির জন্য আমরা ১০ দিন সময় পাবো। কন্ডিশন বুঝে খেলার চেষ্টা থাকবে।‌’

এমআইআর/ওআ