NAVIGATION MENU

বিশ্বকাপ পেছানোর পক্ষে মত ওয়াসিমের


টি-টোয়েন্টি বিশ্বকাপ এবছর হবে কী হবে না, এ নিয়ে আগামী ১০ জুন আইসিসি সভায় সিদ্ধান্ত হবে। তবে শুধু আইসিসি-ই নয়, আয়োজক দেশ অস্ট্রেলিয়ারও অনেকেই মত দিচ্ছেন বিশ্বকাপ পেছানোর পক্ষে, বিপক্ষে।

এবার এমন পরিস্থিতি বিবেচনায় পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মত দিয়েছেন বিশ্বকাপ পিছিয়ে দেয়ার। সম্প্রতি দেশটির একটি জাতীয় দৈনিকে এ মতামত দেন তিনি।

তিনি বলেন, ‘বদ্ধ মাঠে বিশ্বকাপ আয়োজন করা যাবে হয়তো তবে আমেজ থাকবে না একটুও। আর এই আমেজহীন পরিবেশে বিশ্বকাপ করার পক্ষে না আমি। আমার মনে হয় না এটা কোনো ভালো ধারণা না। গ্যালারি ভর্তি দর্শক থাকবে, তাতেই তো মজা বিশ্বকাপের। বিভিন্ন দেশের দর্শকরা আসবে খেলা দেখতে, এটাই তো বিশ্বকাপের আনন্দ।’

তিনি আরও বলেন, ‘করোনার এই মহামারির প্রকোপ কমে গেলে তখন না হয় আয়োজন হোক। এর জন্য আইসিসি একটা ভালো সময়ের অপেক্ষা করতে পারে।’

এমআইআর/ এডিবি