ন্যাভিগেশন মেনু

বিশ্বজুড়ে করোনায় একদিনে কমেছে শনাক্ত-মৃত্যু


বিশ্বজুড়ে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ ও মৃত্যু। অন্যদিকে বেড়েছে সুস্থতার হার। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়াতে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯৭ জন। একইসময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন।

সোমবার (৩০ আগস্ট) পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৪৪৩ জন। একইসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ৬৭৯ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা তিন কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৫১৫ জন। এরমধ্যে মারা গেছেন ছয় লাখ ৫৪ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮৪ জন।

সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ জন। এরমধ্যে মারা গেছেন চার লাখ ৩৮ হাজার ৩৮৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫২৭ জন।

সংক্রমণের ওই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি ৭ লাখ ৪১ হাজার ৮১৫ জন। এরমধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৭৯ হাজার ৩৩০ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭৮ জন।

সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইরান, ইতালি। সংক্রমণের তালিকায় আবারও ২৬ নম্বরে ফিরেছে বাংলাদেশ।

এসএ/এডিবি/