ন্যাভিগেশন মেনু

বিশ্ববাজারে সুনাম কুড়িয়েছে দেশের সিরামিক পণ্য


বিশ্বকে চমকে দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। শিল্প-বাণিজ্য, প্রযুক্তি, অবকাঠামোসহ সব ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া।

দেশের চাহিদা মিটিয়ে এখন বিশ্ববাজারে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তৈরি বিভিন্ন সিরামিক পণ্য। শুধু দেশের বাজারেই নয়; বহির্বিশ্বেও সুনাম কুড়িয়েছে দেশের সিরামিক পণ্য। আসছে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রাও।

বিংশ শতাব্দীর শুরু থেকেই সিরামিক শিল্পে আসে আমূল পরিবর্তন। প্লাস্টিক, চিনামাটি আর কাসার পণ্যের বাজারকে পেছনে ফেলে সিরামিকের পণ্য এখন রুচিশীর মানুষের ঘরে ঘরে।

দেশে ২৬টি প্রতিষ্ঠান উৎপাদন করছে বছরে ২৫ কোটি পিস সিরামিকের এসব পণ্য। ব্যবহারে স্বাস্থ্যসম্মত হওয়ায় বাড়ছে আকর্ষণীয় এসব পণ্যের বাজার।

শুরুটা ষাটের দশকে। চিনামাটির থালাবাসন, টয়লেট সামগ্রী আর টাইলস তৈরিতে গড়ে ওঠে হাতে গোনা দু-একটি সিরামিক কারখানা। তখন সামান্যই চাহিদা মিটতো দেশের অভ্যন্তরীণ বাজারের।

ইপিবি’র তথ্য মতে, গত ২০১৮-১৯ অর্থবছরের প্রথম ৮ মাসেই এ খাতের রপ্তানি আয় আসে ৫ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫১ দশমিক ৩৭ শতাংশ বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ জনবল ও যথেষ্ট বিনিয়োগ না আসায় আলোর মুখ দেখতে পারছে না সম্ভাবনাময়ী এ খাত।

অর্থনীতিবিদরা পরামর্শ দিয়েছেন, পোশাক খাতের বিকল্প হিসেবে সরকারকে এ খাতে নীতি সহায়তা দেয়ার।

এছাড়া পণ্য বহুমুখীকরণে সম্ভাবনাময়ী এসব পণ্য উৎপাদনে সরকারকে আন্তরিক হওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

 

ওয়াই এ / এসএস