ন্যাভিগেশন মেনু

বুস্টার ডোজ গ্রহণে সকলের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর


বুস্টার ডোজ টিকা গ্রহণে সকলের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় কিডনীর রোগ ইন্সটিটিউট ও হাসপাতালে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনায় এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, সারাদেশে সাধারণ মানুষকে বুস্টার ডোজ টিকা নিতে সরকার বিশেষ ক্যাম্পেইন করবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত দেশে টিকা দেয়া হয়েছে ২২ কোটি ডোজ। এর মধ্যে সাড়ে ১২ কোটি প্রথম ডোজ, সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ এবং ৫০ লাখ বুস্টার।

গত ফেব্রুয়ারিতে একদিনে এক কোটি মানুষকে টিকা দান কর্মসূচি পরিচালনা করে সরকার। পরে দেশের মানুষের বিপুল চাহিদার কথা বিবেচনা করে গণটিকা কার্যক্রম আরো দুই দিন বৃদ্ধি করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির প্রমুখ।