ন্যাভিগেশন মেনু

বৃহস্পতিবার ঢাকা ছাড়ছেন তিন জাপানি ফুটবলার


বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো প্রিমিয়ার লিগ কিংবা লিগে খেলা বিদেশি ফুটবলারদের নিয়ে সুনির্দিষ্ট কোনো মতামত না দেয়ায় তিন জাপানি ফুটবলার নিজ দেশে ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজ নিজ ক্লাবের সঙ্গে সমঝোতার পর বিকেলে চার্টার্ড বিমানে তিন জাপানি ফুটবলার বাংলাদেশ ছাড়ছেন।

ফুটবলাররা হলেন- শেখ জামালের ইউসুকে কাতো, মোহামেডানের উরু নাগাতা ও মুক্তিযোদ্ধার নোরিকো হাসিগুচি।

শেখ জামালের ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন চুন্নু বলেছেন, ‘মার্চের বেতন দিয়ে সমঝোতার মাধ্যমে তাকে ছেড়ে দেয়া হচ্ছে। খেলা শুরু হলে প্রয়োজনে আবার নিয়ে আসা হবে। বাকিরা বিমান চলাচল স্বাভাবিক হলেই ঢাকা ছাড়বে।’

এদিকে চুক্তি থাকায় কাতো ক্লাবের সঙ্গে আলোচনা না করে দেশে ফিরতে পারছিলেন না। অতঃপর শেখ জামালের সঙ্গে সমাঝোতায় পৌঁছাতে পারায় দেশে ফিরতে আর কোনও সমস্যা নেই তার।

এদিকে বর্তমান করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে অন্য দুই জাপানি উরু নাগাতা ও নোরিকো হাসিগুচিও ফিরে যাচ্ছেন দেশে। বিষয়টি নিশ্চিত করেছেন দুই খেলোয়াড়ের ক্লাব মোহামেডান ও মুক্তিযোদ্ধা।

ওয়াই এ/ এডিবি