ন্যাভিগেশন মেনু

বেতন কম নিতে রাজি নন বার্সার খেলোয়াড়রা


ক্লাবকে বাঁচাতে খেলোয়াড়দের বেতন কম নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন ক্লাব বার্সেলোনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কার্লেস টেসকুয়েটস। তবে বেতন কম নিতে রাজি করানো যায়নি বার্সেলোনার খেলোয়াড়দের।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে ২০২০-২১ মৌসুমে অন্তত ৩০০ মিলিয়ন ইউরো সাশ্রয় করতে হবে বার্সেলোনাকে। নয়তো ক্লাবকে দেউলিয়া ঘোষণা করা হবে। ৩০ শতাংশ হারে বেতন কেটে সবমিলিয়ে ১৯১ মিলিয়ন ইউরো সাশ্রয়ের ইচ্ছের কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট কার্লেস টেসকুয়েটস।

টেসকুয়েটসের আশা ছিলো, ক্লাবকে বাঁচাতে এগিয়ে আসবেন খেলোয়াড়রা। বেতন কমাতে মেসিরা ইতিবাচক বলেও ইঙ্গিত দিয়েছিলেন কিছুদিন আগে। বাস্তবে দৃশ্যটা দেখা যাচ্ছে উল্টো। বুধবার বার্সা এবং খেলোয়াড়দের মধ্য আলোচনা কোনরকম ঐক্যমত্য ছাড়াই শেষ হয়েছে।

বুধবার এক বিবৃতিতে বার্সা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গত কয়েকদিনের একাধিক দুশ্চিন্তার আলোচনা-বৈঠকের পর ১১ নভেম্বর কোনো ঐক্যমত্য ছাড়াই দুই পক্ষের আলোচনা শেষ হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি ঐক্যমত্যে আসতে খেলোয়াড়দের ২৩ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

অধিনায়ক লিওনেল মেসিসহ সব খেলোয়াড়ের বেতন ৩০ শতাংশ হারে কমাতে চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। খরচ কমাতে এরইমধ্যে লুইস সুয়ারেজ, ইভান রাকিটিচ এবং আর্তুরো ভিদালকে ছেড়ে দেওয়া হয়েছে। নিজেদের বেতন কমাতে অবশ্য মোটেও ইচ্ছুক নন মেসিরা। সেটা বুধবারই টের পেয়েছে বার্সা।

সিবি/এডিবি