চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বেসরকারি খাতের অর্থনীতির চলমান সুস্থ ও উচ্চমানের উন্নয়ন-প্র্রক্রিয়া অব্যাহত রাখতে হবে এবং এক্ষেত্রে সঠিক দিকনির্দেশনার বিকল্প নেই। তিনি চতুর্দশ জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র প্রথম অধিবেশন চলাকালে, গণতান্ত্রিক জাতীয় নির্মাণ সমিতি এবং শিল্প ও বাণিজ্য ফেডারেশনের সদস্যদের সাথে সাক্ষাতে এ কথা বলেন।
তিনি সদস্যদের মতামত ও প্রস্তাব শোনেন এবং বলেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির নীতি ও ব্যবস্থা সঠিকভাবে বোঝার জন্য, ব্যক্তি-মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি-উদ্যোক্তাদের সামনে সঠিক নির্দেশিকা থাকা প্রয়োজন। বেসরকারি খাতের উদ্যোক্তাদের বোঝা কমাতে হবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সম্ভাব্য সবকিছু করতে হবে।
সি চিন পিং বলেন, বর্তমান বিশ্বের পরিবেশ জটিল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আমাদের একত্রিত হতে এবং নির্দিষ্ট কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের দিকে অবিচলভাবে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য পরিবেশ উন্নত করতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারের প্রতিযোগিতায় ন্যায্যভাবে অংশগ্রহণ করতে বাধ্য করতে হবে, এবং আইন অনুসারে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর সম্পত্তির অধিকার ও শিল্পপতিদের অধিকার ও স্বার্থ রক্ষা করতে হবে। পাশাপাশি, কর্মসংস্থান স্থিতিশীল রাখতে ও কর্মীদের আয় বৃদ্ধিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠান এবং ব্যক্তি-উদ্যোগের উন্নয়নে সহায়তা করার জন্য আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সি চিন পিং আরও বলেন, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়ন হল জনগণের অভিন্ন সমৃদ্ধির আধুনিকায়ন। আর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি। শিল্পপতিদের উচিত সচেতনভাবে জনগণকেন্দ্রিক উন্নয়নের ধারণায় বিশ্বাস করা এবং সে অনুসারে নিজ নিজ দায়িত্ব পালন করা।
এদিকে, ‘৮ মার্চ’ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রেসিডেন্ট সি চিন পিং, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, ‘দুই অধিবেশনে’ অংশগ্রহণকারী সকল নারী প্রতিনিধি, নারী সদস্য ও নারী কর্মীসহ চীনের বিভিন্ন জাতির বিভিন্ন মহলের নারীদের এবং বিদেশে অবস্থানরত প্রবাসী চীনা নারীদের শুভেচ্ছা জানিয়েছেন। - সূত্র: সিএমজি