ন্যাভিগেশন মেনু

বোরকা পড়ে নারী জঙ্গির বোমা হামলায় পাকিস্তানে নিহত ৮


পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ভয়াবহ নারী জঙ্গির আত্মঘাতী বোমা হামলা, নিহত ৮ জন ও আহত ২৬ জন।

রবিবার ডেরা ইসমাইল খান এলাকায় একটি হাসপাতালের বাইরে এ বোমা হামলা চালানো হয়।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলকারী নারী বোরকা পরে এ হামলা চালায়। বোরকার নিচে করেই বিস্ফোরক (লাদেন জ্যাকেট) লুকিয়ে এনেছিল হামলাকারী।

বিস্ফোরণের ফলে ইমার্জেন্সি ওয়ার্ড ক্ষতিগ্রস্থ হয়েছে এবং রোগীদের পাশ্ববর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এরআগে ঐ এলাকার পাশেই এক পুলিশ চেক পয়েন্টে দুই পুলিশকে হত্যা করা হয়। হত্যা ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এই আত্মঘাতী হামলাটি চালানো হয়। ইতিমধ্যে এর দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান।

ডেরা ইসমাইল খান পাকিস্তানের সবথেকে রক্ষণশীল এলাকাগুলোর একটি। এখানে প্রায়ই আত্মঘাতী হামলা সংগঠিত হয়ে থাকে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর সংলগ্ন এই এলাকাকে নিজের নিয়ন্ত্রণে রাখা পাকিস্তান সরকারের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন।


এমআইআর / এসএস