ন্যাভিগেশন মেনু

ভারতকে রুখে দিয়ে জয় ছিনিয়ে আনবে বাংলাদেশ


বিশ্বকাপ ও এশিয়ান কাপ ম্যাচে ভারতের বিপক্ষে সোমবার (৭ জুন) মাঠে নামবে বাংলাদেশ। কাতারের স্থানীয় সময় বিকেল ৫টায় দোহা আলসাদ জাসীম বিন হামাদ স্টেডিয়ামে নামবে দু’দল।

বাংলাদেশ ও ভারতের ম্যাচ ঘিরে কেবল দুই দেশেই নয়, আলোচনার ঢেউ তৃতীয় দেশ কাতারেও।

কাতার ফুটবল বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি এশিয়ান কাপে শক্তিশালী আফগানদের বিপক্ষে ড্র করে সামর্থ্যের প্রমাণ দিয়েছে লাল-সবুজের জার্সিধারী তপু-জামালরা। আফগানদের বিপক্ষে ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ভারতকে রুখে দিয়ে জয় ছিনিয়ে আনবেন। এমন প্রত্যাশা কাতার প্রবাসী বাংলাদেশিদের।

গেল বৃহস্পতিবার শক্তিশালী আফগানিস্তানকে রুখে দিয়ে বেশ আত্মবিশ্বাসী লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ভারত বধের ছক কষছে জেমি ডের শিষ্যরা।

ফিফা র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান ১০৫ ও বাংলাদেশের ১৮৪।

ভারতের বিপক্ষে ২৯ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। হার ১৫ টিতে। ড্র হয়েছে ১১টি ম্যাচ।

১৯৭৮ সালে এশিয়ার গেমসে প্রথমে মুখোমুখি হয়েছিল দুই দল। ১৯৯১ এর কলম্বো সাফ গেমসে প্রথম জয় তুলেছিল বাংলাদেশ (২-১)। অন্যদিকে দ্বিতীয় জয় এসেছিল ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসে (১-০)। সবশেষ ২০০৩ এর সাফ ফুটবলের সেমিফাইনালে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা (২-১)।

গেল ১৮ বছরে জয় নেই ভারতের বিপক্ষে। তবে শেষ ৩ ম্যাচই ড্র করেছে দল দুটি। ২০১৩ সালে সাফ ফুটবল (১-১), ২০১৪ সালে ফিফা প্রীতি ফুটবল (২-২) এবং ২০১৯ বিশ্বকাপ বাছাইয়ে ড্র (১-১) হয়।

ওআ/