ন্যাভিগেশন মেনু

মগবাজারে বিস্ফোরণ: অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশের মামলা


রাজধানীর মগবাজারে একটি ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে রমনা থানায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুন) সকালে রমনা থানায় এই মামলা দায়ের করা হয়।

রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দণ্ডবিধির ৩০৪-ক ধারায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং ৩২। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, মামলায় ভবন মালিকসহ যারা ভবন দেখভাল করতেন এবং যারা ওখানে ভাড়াটিয়া ব্যবসায়ী হিসেবে ছিলেন যেমন - গ্র্যান্ড কনফেকশনারি, শর্মা হাউজ, বেঙ্গল মিট বা সিঙ্গার গ্রুপের লাইসেন্সবিহীন বা অননুমোদিত বিদ্যুৎ বা গ্যাসের কোনো সংযোগ ছিল কিনা এবং তাদের নিজেদের ব্যবসায়িক মালামাল মজুদ এবং ওখানে রাখার ক্ষেত্রে কোন ধরনের অবহেলা ছিল কিনা সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত সাতজন মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। বিস্ফোরণে মূল সড়কের পাশে তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়েমুচড়ে গেছে রাস্তায় থাকা তিনটি বাস।

এই ঘটনায় যারা মারা গেছেন তারা হলেন, কলেজশিক্ষার্থী মোস্তাফিজুর রহমান (২৬), প্রাইভেটকারচালক স্বপন (৩৯), বাসচালক আবুল কাশেম মোল্লা (৪৫), বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আল আমিন (৩০), শর্মা হাউসের পাচক ওসমান গনি, জান্নাত (২৩) ও তার নয় মাসের মেয়ে সোবাহানা।

এই ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর, বিস্ফোরক পরিদপ্তর, পুলিশ সদর দপ্তর এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ আলাদা তদন্ত কমিটি করেছে।

এডিবি/