ন্যাভিগেশন মেনু

মাকে বাঁচাতে ক্রিকেটে ফিরতে চান পেসার শাহাদাত


প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চান পাঁচ বছরের জন্য নিষিদ্ধ বাংলাদেশের পেসার শাহাদাত হোসেন। নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন তিনি। অসুস্থ মাকে বাঁচাতে ক্রিকেটে ফেরাটা তার জরুরি বলেও বোর্ডের কাছে জানান এ পেসার।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ক্রিকবাজকে এ তথ্য নিশ্চিত করে পেসার শাহাদাত বলেন, ‘আমার শাস্তির মেয়াদ কমাতে দরখাস্ত লিখে সম্প্রতি বোর্ডের কাছে জমা দিয়েছি। বাকিটা এখন বোর্ডের বিষয়। আমি প্রতিযোগিতামূলক ক্রিকেটে শিগগিরই ফিরতে চাই। আমার অর্থের খুব প্রয়োজন। আমার মা মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। তার ওষুধ কিনতে আমি হিমশিম খাচ্ছি।  আমি ক্রিকেট ছাড়া আর কিছুই জানি না।’

সতীর্থ আরাফাত সানিকে পেটানোর ঘটনায় নিষিদ্ধ শাহাদাত আরও বলেন, ‘ওই ঘটনার জন্য আমি অনুতপ্ত। আমি বিসিবিকে আশ্বস্ত করতে চাই– আমাকে সুযোগ দিলে কখনও এমন ঘটনার পুনরাবৃত্তি করব না। আর যদি করে ফেলি তো, বিসিবিকে আর মুখ দেখাব না। ’

২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগে জুনিয়র আরাফাত সানীর সাথে অশোভন আচরণ করেন তিনি। এই প্রেক্ষিতেই তাকে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয় বিসিবি। এছাড়া তিন লাখ টাকা জরিমানাও করা হয়।

ঘটনাটি ঘটেছিল খুলনা আবু নাসের স্টেডিয়ামে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগের ম্যাচ চলাকালীন। শাহাদাত জানিয়েছেন, তার মা ক্যান্সারে আক্রান্ত। মায়ের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সমস্যায় পড়েছেন। তাই মানবিক বিবেচনায় নিষেধাজ্ঞা তুলে নিতে বিসিবি’র কাছে আবেদন করেছেন।

শাহাদাত হোসাইন জাতীয় দলের হয়ে ৩৮ টেস্ট, ৫১ ওয়ানডে এবং ৬টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সবমিলে ১২৩ উইকেট নিয়েছেন। শাহাদাত এর আগেও গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন। অবশ্য এবার নিজের ভুল সংশোধন করেই মাঠে ফিরতে চান।

ওআ/