ন্যাভিগেশন মেনু

তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র


এবার তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর আগে একের পর এক ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে গেছে যুক্তরাষ্ট্র।

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনা, ন্যাটোভুক্ত দেশ হয়েও ন্যাটোভুক্ত দেশ নয় এমন দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অস্ত্রচুক্তি করার দায়ে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্ব গ্রহণের প্রস্তুতিকালে উভয় দেশের মধ্যে আরও দ্বন্দ্বের সূচনা করেছে।

সোমবার (১৪ ডিসেম্বর) নির্বাচনে হেরে গিয়ে বিদায়ের অপেক্ষায় থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ সংগ্রহ করার ঘটনা ন্যাটো জোটের নীতির পরিপন্থি এবং এই জোটের সদস্য দেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

এই পদক্ষেপটি এমন সময় এসেছে যখন ওয়াশিংটন এবং আঙ্কারার সম্পর্ক এক সূক্ষ্ম অবস্থানে রয়েছে এবং এই দু’দেশের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কের অবনতি ঘটেছে। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্রয়, সিরিয়ায় তুরস্কের পদক্ষেপ, পাশাপাশি আর্মেনিয়া- আজারবাইজান বিরোধ এবং পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা এসব বিষয় দুদেশকে দ্বন্দ্বের মুখে ঠেলে দিয়েছে।

এর আগে গতবছর ট্রাম্প প্রশাসন তুরস্ককে এফ-৩৫ জঙ্গিবিমান সরবরাহ করার সিদ্ধান্ত স্থগিত করেছিল।

সিবি/এডিবি