ন্যাভিগেশন মেনু

মাসেই উন্মুক্ত হবে মালয়েশিয়ার শ্রমবাজার: মন্ত্রী


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে আগামী মাসের মধ্যেই। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলির পর তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এ বিষয়ে দেশটির সঙ্গে কথা ও প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী মাস থেকে সেখানে নতুন শ্রমিক নিয়োগও শুরু হবে। তিনি আরো বলেন, আমার প্রথম কাজই হবে তাদের ধরা, যারা অবৈধভাবে বিদেশে লোক পাঠান।

মন্ত্রী সবাইকে দালালদের ব্যাপারে সজাগ থেকে তাদের আইনের হাতে সোপর্দ করতে বলেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও  আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এমআইআর/এসএস

 বিস্তারিতজোনতে এখানে ক্লিক করুন