ন্যাভিগেশন মেনু

মিরপুরে বিধিনিষেধ না মানায় পাঁচজনকে জরিমানা


রাজধানীর মিরপুর মাস্ক না পরে ঘর থেকে বের হওয়ায় ১০ নম্বর গোল চত্বরে অভিযান চালিয়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এই ঢাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুন নাহার পপি।

যে পাঁচজনকে জরিমানা করা হয়েছে তারা হলেন - রবিউল আলম, হোসাইন মো. সাগর, সজিব হোসেন, রফিকুল ইসলাম ও মো. হাবিব।

ফার্মগেট থেকে মিরপুরে এসেছেন রবিউল আলম। বোন অসুস্থ থাকায় সাইকেল চালিয়ে যাচ্ছিলেন একটি হাসপাতালে। তিনি বলেন, 'অফিসে গিয়েছিলাম। বোন অসুস্থ। সাইকেল চালিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। মাস্ক না পরার জরিমানা করা হলো। কোনো কথাই শুনলেন না ম্যাজিস্ট্রেট। করে দিলো জরিমানা।'

নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুন নাহার পপি বলেন, কঠোর বিধিনিষেধ চললেও মাস্ক পরছেন না কেউ কেউ। আবার অনেকে মাস্ক থাকলেও নামিয়ে রাখছেন থুতনিতে।

মিরপুর ১০ নম্বর গোল চত্বরের অভিযানে পাঁচজনকে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সিবি/এডিবি/