ন্যাভিগেশন মেনু

মিরপুর টেস্ট: ৪ উইকেটে ১০৫ রানে দিন শেষ করলো বাংলাদেশ


ঢাকা টেস্টে উইন্ডেজের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরতেই হোচট খেয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪ উইকেটে ১০৫ রান নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রানের খাতা না খুলেই বিদায় নেন সৌম্য সরকার। শেনন গ্যাব্রিয়েলের বলে কাইল মায়ার্সের হাতে ক্যাচ দেয়ার আগে চার বল খেলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানে নিজের রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। এরপর ২ বলে ৪ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। ২ উইকেট হারানোর পর সেখান থেকে দলকে টেনে তুলেছেন অধিনায়ক মুমিনুল হক ও তামিম ইকবাল। দুজনের জুটিতে দলের স্কোর বোর্ডে যোগ হয় ৫৮ রান। কিন্তু দলীয় ৬৯ রানে রাহকিমের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক মুমিনুল। ৩৯ বলে অধিনায়কের ব্যাট থেকে আসে ২১ রান।

এরপর তামিমকে সঙ্গ দিতে আসে মুশফিক। স্কোরকার্ডে ২ রান যোগ না হতেই উড়িয়ে মারতে গিয়ে আউট হন তামিম ইকবাল। ৫২ বলে নিজের ঝুলিতে পুরেছেন ৪৪ রান। ক্রিজে অপরাজিত রয়েছেন মোহাম্মাদ মিঠুন ও মুশফিকুর রহিম। মোহাম্মাদ মিঠুন অপরাজিত রয়েছেন ৬ রানে ও মুশফিক অপরাজিত রয়েছেন ২৭ রানে।

এরআগে, জোশুয়া দা সিলভা ও আলজারি জোসেফের ব্যাটিং দৃঢ়তায় প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪০৯ রানের বিশাল পুঁজি গড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

এমআইআর/এডিবি