ন্যাভিগেশন মেনু

মিরপুর টেস্ট: ৬ উইকেটে ২০০ পেরোলো বাংলাদেশ


মিরপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। দ্বিতীয় দিনে ৪ উইকেটে ১০৫ রান করা বাংলাদেশ ফলোঅন এড়াতে লড়ছে।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৬.১ ওভারে তাদের সংগ্রহ ৬ উইকেটে ১৯১ রান।

তৃতীয় দিন খুব সতর্কতার সঙ্গে শুরু করলেও উইন্ডিজ স্পিন ঘুর্ণতে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন বিদায় নেয়। মিঠুন ফিরে গেছেন ৮৬ বলে ১৫ রান করে। আর ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়ে আউট হয়েছেন মুশফিক। কর্নওয়েলের বলে ক্যাচ দিয়ে ৫৪ রানে বিদায় নেন তিনি। 

এই দুই সেট ব্যাটসম্যান আউটের পর ক্রিজে লড়ছেন লিটন দাস এবং মেহেদী মিরাজ। লিটন অপরাজিত আছেন ৩৫ রানে আর মিরাজের সংগ্রহ ২২ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কর্নওয়েল ৩টি, গ্যাব্রিয়েল ২টি এবং জোসেফ নিয়েছেন ১টি উইকেট।  

এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ করে ৪০৯ রানে। 

এডিবি/