ন্যাভিগেশন মেনু

মেয়েকে নিয়ে নায়ক নাঈমের গান, ভিডিও ভাইরাল


ঢাকাই সিনেমার নব্বই দশকের দর্শকনন্দিত জুটি নাঈম-শাবনাজ। অনেকদিন ধরেই অভিনয়ে না করলেও সামাজিক মাধ্যমে বেশ নিয়মিত তারা।

দুই মেয়ে নিয়ে তাদের আনন্দে কাটছে দিন। করোনাকালীন গ্রামের বাড়ি টাঙ্গাইলে গিয়ে কৃষিকাজ করে আলোচনায় আসেন এ দম্পতি।

এবার মেয়ের সঙ্গে গান গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছেন নাঈম। মাহদিয়া বাবার সঙ্গে গাইলেন সত্তর দশকের নন্দিত ব্যান্ড রেনেসাঁর ‘ভালো লাগে জোছনা রাতে’।

সোমবার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পেজে গানটির ভিডিও আপলোড করে মাহদিয়া লেখেন, ‘আমাদের প্রিয় একটি গান গাইছি। ’

ভিডিওতে দেখা গেছে, নৌকায় চড়ে গান গাইছেন বাবা-মেয়ে। নাঈম গিটারে রিদম তুলছেন, সঙ্গে গাইছেনও। মেয়ে মাহদিয়াও গাইছেন তার বাবার সঙ্গে। 

এর আগে পাকিস্তানের নায়ক ও গায়ক আলী জাফরের একটি গানের কাভার করেছিলেন মাহদিয়া। তার সেই গানের প্রশংসা করেছিলেন ‘মেরে ব্রাদার কি দুলহান’ খ্যাত আলী জাফর স্বয়ং। সঙ্গে মাহদিয়ার সেই ভিডিওটি তার সামাজিক মাধ্যমে প্রকাশ করে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লার ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ গানটি কাভার করেছিলেন মাহদিয়া। এ গানটি করার পর রুনা লায়লাও তার গানের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পায় শাবনাজ-নাঈম জুটির প্রথম সিনেমা ‘চাঁদনী’ । এরপর রাতারাতি সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় জুটি হয়ে উঠেন তারা। ১৯৯৪ সালে বিয়ে করেন দুজন। মোট ২০টি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। এরমধ্যে উল্লেখযোগ্য-‘জিদ’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘বিষের বাঁশি’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ ও ‘ঘরে ঘরে যুদ্ধ’ ।

গানের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুর

ওআ/