ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে সংস্কৃতিসেবীদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা


মৌলভীবাজারে করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে সাময়িক কর্মহীন অসচ্ছল ১০০ সংস্কৃতিসেবীকে প্রধানমন্ত্রীর এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুন) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতিসেবীদের প্রধানমন্ত্রীর এই উপহার দেওয়া হয়।

জেলার কর্মহীন সংস্কৃতিসেবীদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এ সময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক রুবানা ইয়াসমীন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, গণসংগীত শিল্পী মীর ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসানসহ প্রধানমন্ত্রীর উপহারপ্রাপ্ত সংস্কৃতিসেবীরা।

অনুষ্ঠানে জেলার ১০০ কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বাবদ প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। এর আগে জেলায় আরও ১৫০ জন সংস্কৃতিসেবী প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেয়েছেন।

এ সময় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, করোনাকালীন কর্মহীন হয়ে পড়া ও অসচ্ছল সকল পেশার মানুষের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাঁড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের সংস্কৃতিসেবীদের পাশে থাকার এই প্রয়াস।

জেলায় করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সরকারি বিধিনিষেধ পালনে জনসচেতনতা সৃষ্টিতে সংস্কৃতিসেবীদের সহযোগিতা চান তিনি।

পিডি/সিবি/এডিবি/