ন্যাভিগেশন মেনু

যুক্তরাজ্যে বিস্ফোরণের ৪৬ বছর পর গ্রেপ্তার অভিযুক্ত


যুক্তরাজ্যের বার্মিংহামে ১৯৭৪ সালে এক বিস্ফোরণে অভিযুক্ত ৬৫ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের প্রতিবাদে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

উত্তর আয়ারল্যান্ডের পুলিশ ও সন্ত্রাসবিরোধী শাখার কর্মকর্তারা সেই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেলফাস্ট থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বার্মিংহামের ঘটনার জন্য তাকেই দায়ী মনে হচ্ছে। উত্তর আয়ারল্যান্ডের একটি থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, বার্মিংহামে ভয়াবহ সেই বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আহত হয়েছিলেন ১৮২ জন। আইরিশ জাতীয়তাবাদীরা তখন উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসনের প্রতিবাদে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত ছিলেন। ওই বিস্ফোরণ ব্রিটেনের ইতিহাসে সব চেয়ে বড় বিস্ফোরণের ঘটনার মধ্যে একটি।

সিবি/এডিবি