ন্যাভিগেশন মেনু

রাঙ্গামাটিতে অস্ত্র মামলায় দুই আসামীর কারাদণ্ড


রাঙামাটিতে অবৈধ অস্ত্র রাখার দায়ে বিভিন্ন মেয়াদে দুই আসামীকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাঙামাটির জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম এর আদালত এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন মুসলিম পাড়ার বাসিন্দা মো. ছিদ্দিক মিয়া পোদ্দার (৫০), অপরজন চন্দ্রঘোনাস্থ নোয়াপাড়ার বাসিন্দা মংকাইনু মারমা(৩০)।

জেলা ও দায়রা জজ আদালতের পেশকার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বমোট আটজন সাক্ষীর সরাসরি সাক্ষ্য প্রদানসহ সার্বিক তথ্য উপাত্ত পর্যালোচনা করে আদালত এই রায় দিয়েছেন।

এ সময় আসামী মো. ছিদ্দিক মিয়া পোদ্দারকে ২৭ বছর ও মংখ্যইনু মারমাকে সাত বছর দণ্ড দেয়া হয়। দণ্ড প্রদানের সময় দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে নানিয়ারচরে দেশীয় তৈরি একনলা বন্দুক ও কার্তুজ রাখায় ছিদ্দিক পোদ্দার ও চাইনিজ রাইফেলের গুলি রাখার অপরাধে মংখ্যইনু মারমাকে আটক করে মামলা করা হয়। আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. নূরুল ইসলাম দুই আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।

রাঙ্গামাটি আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। এ রায়ের ফলে পাহাড়ে অবৈধ অস্ত্রধারীরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে মনে করেন তিনি।

এস এ/ওআ