ন্যাভিগেশন মেনু

রাজধানীতে সাড়ে ২২ হাজার ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ২২ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

উত্তরা থেকে গ্রেপ্তারকৃতরা হলেন - মো. নাজিম উদ্দিন (৩০) ও মো. সেলিম (২৮)। যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তারকৃতরা হলেন - মো. হারুন অর রশিদ (৫০), মো. রুবেল খান (২৭), মো. রেজাউল করিম(২৫) ও মো. কাউছার হাওলাদার (২৪)।

ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।

অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগ।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা মতিঝিল বিভাগের সহকারি পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

ওয়াই এ/এডিবি