ন্যাভিগেশন মেনু

লকডাউনের সুযোগে অনেকেই মাদকব্যবসা করছে: র‌্যাব


বিধিনিষেধকে পুঁজি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও মাদক চোরাকারবারিরা ট্রাক ও কাভার্ডভ্যানে জরুরি পণ্য সেবার আড়ালে মাদক পরিবহন করছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

রবিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা সোনারগাঁও জনপথ রোডের জমজম টাওয়ারের সামনে র্যাবের করোনা পরিস্থিতি নিয়ে স্পট ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, এই কঠোর বিধিনিষেধকে পুঁজি করে মাদকব্যবসা করছে। যারা মাদক চোরাকারবারি করছে ও মাদক পরিবহন করছে তাদের বিরুদ্ধে র্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

র্যাব মুখপাত্র বলেন, ‘যারা পাড়া-মহল্লাতেও জমায়েত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও র্যাব অভিযান পরিচালনা করবে। শনিবার থেকেই র্যাব পাড়া-মহল্লাতে অভিযান শুরু করে। পাড়া-মহল্লার ভেতরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং মাস্ক বিতরণ করা হয়েছে।’

এমআইআর/এডিবি/