ন্যাভিগেশন মেনু

শাস্তিমুক্ত হচ্ছেন পেসার শাহাদাত


২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগে জুনিয়র আরাফাত সানীর সাথে অশোভন আচরণের প্রেক্ষিতে পেসার শাহাদাত হোসেন রাজীবকে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয় বিসিবি। এছাড়া তিন লাখ টাকা জরিমানাও করা হয়। তবে পরে এই শাস্তি থেকে দুই বছর স্থগিত করেছিল বিসিবি।

এর মধ্যে আবার মমতাময়ী মা অসুস্থ্, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। মায়ের চিকিৎসার জন্য নিজের ব্যবহৃত গাড়ি বিক্রি করে দিয়েছেন। তবু খেলার বাইরে থাকায় অর্থের সংকুলান করতে পারছেন না সেভাবে। তাই বোর্ডের কাছে নিষেধাজ্ঞা থেকে মুক্তির আবেদনও করেছেন।

আর তাই মানবিক কারণে বাকি থাকা তিন বছরের শাস্তির ১৬ মাসের মধ্যেই মুক্ত হয়ে যাচ্ছেন শাহাদাত হোসেন রাজীব।

শাহাদাত হোসেন রাজীবের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। বিসিবির অন্যতম শীর্ষকর্তা এবং ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন এ তথ্য।

সোমবার (৮ মার্চ) গণমাধ্যমকে আকরাম খান বলেছেন, আমরা মানবিক কারণে রাজীবের শাস্তির মেয়াদ কমিয়ে তাকে মুক্ত করে দিতে চাচ্ছি। আকরাম আরও জানান, আমি এ বিষয়ে বোর্ডের অন্যতম শীর্ষকর্তা ইসমাইল হায়দার মল্লিক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনিও শাহাদাত রাজীবের শাস্তি মাফ করার ব্যাপারে মত দিয়েছেন।

আকরাম আরও বলেন, আমরা দ্রুততম সময়ের মধ্যে রাজিবের শাস্তি মুক্তির সুপারিশ করে বোর্ডে পাঠাবো। বোর্ড তা অনুমোদন করলে খুব শিগগিরই মুক্ত হয়ে যাবে রাজীব

ওআ/