NAVIGATION MENU

শুভর কথায় মুগ্ধ সোহেল তাজ


ঢালিউডের এ সময়ের জনপ্রিয় সুপারস্টার আরেফিন শুভ’র ভূয়সী প্রশংসা করেছেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এক অনুষ্ঠানের আমন্ত্রন জানাতে গিয়ে শুভ’র সাথে কথা বলে মুগ্ধ হয়েছেন সোহেল তাজ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এমনটাই জানিয়েছেন সোহেল তাজ।

‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য নিজেকে তৈরি করতে শুভ তার যে শারীরিক পরিবর্তন এনেছেন তাতে বিস্মিত সোহেল তাজ। সেই বিস্ময় প্রকাশে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন সোহেল তাজ।

তিনি লেখেন, ‘সারপ্রাইজ অতিথির একজনের নাম কালকে প্রকাশ করব। বলতে পারবেন কে হতে পারে সে?’

পরের পোস্টে শুভর কিছু ছবির কোলাজ শেয়ার করে সোহেল তাজ লেখেন, ‘আপনারা যারা অনুমান করেছেন আরিফিন শুভ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন- কংগ্রাচুলেশনস। আমাদের সারপ্রাইজ অতিথির একজন হচ্ছেন সুপারস্টার আইকন আরিফিন শুভ।’

শুভর প্রশংসায় সোহেল তাজ আরো লেখেন, ‘শুভর সাথে আমার গতকাল রাতে কথা হয়। আমি ওর সাথে কথা বলে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি— এত অমায়িক আর ভদ্র যে, ওর মতো একজন সুপারস্টার হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। ওর কাছ থেকে আমাদের সকলের অনেক কিছু শিখার আছে— যত বড়ই হও না কেন আর যত খ্যাতিই অর্জন করো না কেন ততই অমায়িক হতে শিখতে হবে। এক গুণীজন বলে গেছেন যে, একটা মানুষের আসল পরিচয় বা রূপ বেরিয়ে আসে ক্ষমতা আর খ্যাতি অর্জন করার পর- সেই পরীক্ষায় শুভ এ+++।’

মিশন এক্সট্রিম’ ছবির জন্য ৯ মাস কসরত করে নিয়ম মেনে চলে ৯৪ কেজি থেকে ওজন কমিয়ে ৮২ কেজিতে নিয়ে এসেছেন শুভ।

ওআ/