ন্যাভিগেশন মেনু

শুভ জন্মদিন অরুণা বিশ্বাস


আশির দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাসের জন্মদিন আজ (১ আগস্ট )।  এ বছরে তিনি ৫৫ বছরে পা রাখলেন। ১৯৬৭ সালের মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি।

জন্মদিনে গুনী এ অভিনেত্রীকে শুভেচ্ছায় সিক্ত করছেন তার ভক্ত-অনুরাগীরা।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য দুই শিল্পী অমলেন্দু বিশ্বাস ও জ্যোৎস্না বিশ্বাস দম্পতির সুযোগ্য উত্তরসূরি অরুণা বিশ্বাস। অরুণা বিশ্বাস প্রথম অভিনয় করেন আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ‘একটি বেতার’ নাটকে। এরপর নরেশ ভূঁইয়ার লেখায় ‘এখানেই জীবন’ নাটকে অভিনয় করেন তিনি। ‘চাপাডাঙ্গার বউ’ ছবিতে অভিনয় করে দর্শকের মনে ঠাঁই করে নেন অরুনা বিশ্বাস।

অরুনা বিশ্বাস বলেন, ‘আজ আমার জন্মদিন, তবে দিনটিকে ঘিরে কোনোই বিশেষ পরিকল্পনা নেই। কারণ দেশের করোনা ও  ডেঙ্গু পরিস্থিতি সব মিলিয়ে কোনোদিক দিয়েই সাধারণ মানুষ ভালো নেই। মানুষের জীবনে শান্তি নেমে আসুক, এটাই কামনা। আমরা যারা আর্থিকভাবে মোটামুটি স্বচ্ছল আছি তাদের জীবন কোনো না কোনোভাবে কেটে যায়। কিন্তু অর্থনৈতিকভাবে যারা স্বচ্ছল নয় তাদের জীবন নির্বাহ করা খুব কঠিন হয়ে পড়ে। সেই সব মানুষদের জীবনে যেন শান্তি ফিরে আসে এই প্রার্থনাই করছি। আমিও নানানভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।’

শতাধিক সিনেমার নায়িকা হিসেবে অভিনয় করা গুনী অভিনেত্রী অরুনা বিশ্বাস বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি জাকির হোসেন রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি দেখেছেন।

এদিকে চলতি মাস থেকেই আবারো অরুনা বিশ্বাস এম রাহিম পরিচালিত ‘শান’ সিনেমার শুটিং শুরু করবেন। এতে তার মেয়ের চরিত্রে অভিনয় করছেন পূজা চেরী। ভারতেশ্বরী হোমস’র সাবেক ছাত্রী অরুনা বিশ্বাস নায়ক রাজ রাজ্জাকের নির্দেশনায় প্রথম ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত প্রথম টিভি নাটক নরেশ ভূঁইয়া রচিত ও জিয়া আনসারী প্রযোজিত ‘এখানেই জীবন’। এতে তার সহশিল্পী ছিলেন আফজাল হোসেন।

ওআ/