ন্যাভিগেশন মেনু

শ্রীমঙ্গলে কাঁঠালের জিপ থেকে দুর্লভ সাপ উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজারে বিক্রি করতে আনা কাঁঠালবোঝাই জিপ থেকে দুর্লভ প্রজাতির বিষাক্ত সাপ ‘বড়চোখ ফণিমনসা’ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় একটি কাঁঠাল বহনকারী গাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের জানকিছড়ায় সাপটিকে অবমুক্ত করা হয়।

এই বড়চোখ ফণিমনসার ইংরেজি নাম Gray Cat Snake বা Eyed Cat Snake এবং বৈজ্ঞানিক নাম Boiga siamensis। এই সাপটি রাগান্বিত হলে তার গলার নিচের অংশ কিছুটা ফুলে ওঠে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, শ্রমিকেরা জীপ থেকে কাঁঠাল নামানোর সময় সাপটি দেখে আতঙ্কিত হয়ে পরে। তাদের মধ্যে কয়েকজন সাপটিকে মেরে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয়রা আমাদের খবর দিলে সাপটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে আনা হয়।

তিনি জানান, সাপটির বিষয়ে জানতে এর ছবি কয়েকজন প্রাণী বিশেষজ্ঞের কাছে পাঠানো হলে তারা এটিকে বিপন্ন ও মৃদু বিষধর 'আই ক্যাট স্নেক' বলে শনাক্ত করেন।

এসএইচ/এডিবি/