ন্যাভিগেশন মেনু

প্রয়োজনীয় গ্যাস না পেয়ে সোয়াত বাসিন্দাদের আন্দোলনের হুমকি


দীর্ঘ ধরে গ্যাস বিভ্রাটে ভুগছেন পাকিস্তানের সোয়াত বাসিন্দারা । এজন্য তারা আন্দোলনের হুমকি  দিয়েছে। তারা বলেছে, দীর্ঘদিন ধরে তারা গ্যাসের বিভ্রাটে অতিষ্ঠ। তাই দেরি না করে দ্রুত গ্যাসের সমস্যা না করা হলে গুম্বাদ মাইরা, মালুকাবাদ, শাহদারা ওয়াটকি এবং আশেপাশের এলাকার বাসিন্দারা কড়া বিক্ষোভ সমাবেশ করার হুমকি দিয়েছে। 

গুম্বাদ মাইরা এলাকার সাইরা আহমদ সাংবাদিকদের বলেন, "শীতকাল শুরুর পর থেকে এসএনজিপিএল বেশিরভাগ সময় আমাদের অঞ্চলে গ্যাস সরবরাহ স্থগিত করে দেয়। যার কারণে আমরা খাবার প্রস্তুত করতে অসুবিধা ভোগ করছি।

গুম্বাদ মাইড়ার অপর বাসিন্দারা বলেছেন যে শীত আবহাওয়ার কারণে ঘরগুলি বিশেষত প্রবীণ এবং শিশুদের গরম রাখার জন্য গ্যাস সরবরাহের প্রয়োজন ছিল।

গুম্বাদ মাইড়ার ইকবাল আলীর বরাত দিয়ে ডন পত্রিকা জানায়-  "রাতের বেলা তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যায় এবং গরম করার ব্যবস্থা না থাকায় আমাদের বাচ্চারা ঠিক মতো ঘুমাতে পারে না।"

বাসিন্দারা আরও বলেছেন, তারা রান্না ও গরম করার জন্য ব্যয়বহুল এলপিজি ব্যবহার করতে বাধ্য হয়েছিল।

রহিমাবাদের বাসিন্দারা জানিয়েছেন, সন্ধ্যা ৫টা থেকে রাত ১১ টা পর্যন্ত এ অঞ্চলে গ্যাস সরবরাহ স্থগিত থাকছে।  এমনকি ভোর বেলাও, যখন তাদের খাবার তৈরি  ও ঘর গরম করার জন্য গ্যাস প্রয়োজন তখন তারা তা পাচ্ছেন না।

এস এস