ন্যাভিগেশন মেনু

সন্তান জন্ম দিলেই মিলছে বোনাস


জন্মহার বাড়াতে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে সিঙ্গাপুর। দেশটিতে ক্রমাগতভাবে জন্মহার কমছে। এ অবস্থায় রাশ টেনে ধরতেই 'প্যান্ডামিক বেবি বোনাস'র ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

সোমবার (৬ অক্টোবর) দেশটির উপ-প্রধানমন্ত্রী হেং সুয়ি কিট বলেন, কভিড-১৯ এর কারণে কিছু দম্পতি সন্তান নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন বলে জানতে পেরেছি। সে জন্যই এ উদ্যোগ।

সিঙ্গাপুরে বর্তমান বেবি বোনাস সিস্টেমে যোগ্য বাবা-মাকে ১০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত সুবিধা দেওয়া হয়ে থাকে। 

নতুন ঘোষণার আওতায় করোনার মধ্যে সন্তান জন্ম দিলে এ বোনাস পাওয়া যাবে। তবে এ বোনাস কতো, কীভাবে তা বিতরণ করা হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। খুব শীঘ্রই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

এদিকে মহামারি করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব। লাখ লাখ মানুষের চাকরি চলে গেছে, বেতন কমে গেছে। তাই বহু দম্পতি অর্থনৈতিক টানাপড়েনের কারণে সন্তান নেওয়ার পরিকল্পনা বাদ দিচ্ছেন।

এস এ /এডিবি